রবিবার ১৬ নভেম্বর ২০২৫ - ১৭:৫৬
আমাদের একটিই শত্রু—আর তা হলো ইসরায়েল: লেবাননের সুন্নি আলেম

লেবাননের সুন্নি আলেম ও “কওলুনা ওয়াল-আমল” সংগঠনের প্রধান শাইখ আহমদ আল-কাত্তান ঘোষণা করেছেন যে লেবাননবাসীর একনিষ্ঠ আনুগত্যের ঠিকানা শুধু দেশ, আর শত্রুও মাত্র একটি— ইসরায়েল।

হাওজা নিউজ এজেন্সি: বেকা উপত্যকার বারালিয়াস শহর থেকে দেওয়া এক রাজনৈতিক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের আনুগত্য একটাই—এ দেশ; এবং আমাদের শত্রুও একটাই—ইসরায়েল। এ শত্রুর মধ্যে মানবতার কোনো চিহ্ন নেই।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের অভ্যন্তরে এমন কিছু গোষ্ঠী রয়েছে যাদেরকে তিনি “স্বদেশি অংশীদার” বলে উল্লেখ করেন, অথচ তারা কেবল শত্রুর ভাষাই পড়ে, শত্রুর দৃষ্টিভঙ্গিই অনুসরণ করে। তারা বোঝে না যে দেশের শক্তি ও স্থায়িত্ব রক্ষার জন্য লেবাননিকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকতে হবে।

শাইখ আল-কাত্তান বলেন, “অভিজ্ঞতা প্রমাণ করেছে—এই শত্রু মানবতার শত্রু। ফিলিস্তিনে যে অপরাধগুলো সে করে চলেছে, তা তার বর্বরতা, নিষ্ঠুরতা এবং মানবতার প্রতি সম্পূর্ণ অমর্যাদা প্রকাশ করে।”

তিনি এ গোষ্ঠীগুলোকে উদ্দেশ করে বলেন,  “আপনারা নিজেদের হিসাব-নিকাশ পুনর্বিবেচনা করুন। সম্মান ও মর্যাদার বই পাঠ করুন—যে বই আমাদের শেখায়, এই শত্রুর মোকাবিলায় শক্তিশালী হতে হবে; জাতীয় ও ইসলামী ঐক্যকে ধরে রাখতে হবে; এবং এ ঐক্য দিয়েই প্রতিরোধের শক্তি অটুট রাখতে হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha